মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার এসআই আব্দুল হালিম সরদারের নেতৃত্বে কামারখালী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে ওই মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত মাদক কারিবারির নাম মোঃ ফরহাদ হোসেন (৩৫) পিতা মোঃ ফায়েজ সিকদার। তিনি আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামের বাসিন্দা। তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, কেউ আইনের বাইরে নয়। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Reporter Name 












