মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলাকে শতভাগ নিরক্ষর মুক্ত করে গড়ে তুলতে প্রতিটি পরিবারকে শিক্ষার আলোয় আলোকিত করার প্রত্যয়ে সামাজিক সংগঠন ফারিদা আরভী শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র—ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে মধুখালীতে অবস্থিত মধুবন শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় আব্দুল ওহাব লাইব্রেরীর হলরুমে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারিদা আরভী শিক্ষা পরিবারের সভাপতি মোঃ জামান মোল্লা । এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আবু সাঈদ মিয়া, আব্দুল মালেক শিকদার, রামদিয়া উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষিকা দিলখুস আরা, কামাল দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, মেছড়দিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হাই মোল্লা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফারিদা আরবি শিক্ষা পরিবারের সভাপতি মোহাম্মদ জামাল মোল্লা মেধাবী ছাত্র—ছাত্রীদের হাতে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ তুলে দিয়ে বলেন আমরা ফারিদা আরভী শিক্ষা পরিবারের মাধ্যমে মধুখালী উপজেলাকে শতভাগ নিরক্ষর মুক্ত করতে চাই। এর জন্য আমরা আপনাদের সহযোগিতা কামনা করি। এ সময় উপস্থিত অভিভাবক ছাত্র—ছাত্রী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দকে তিনি বলেন আপনাদের প্রতিষ্ঠানে বা আপনাদের পরিবারে যদি কোন অসচ্ছল ছাত্র—ছাত্রী থাকে আপনারা আমাদেরকে জানান আমরা তাদেরকে সমস্ত প্রকার দায়িত্ব নিয়ে শিক্ষার আলোয় শিক্ষিত করে পড়ে তুলবো। ফারিদা আরভী শিক্ষা পরিবারের একটাই উদ্দেশ্য মধুখালী উপজেলাকে শতভাগ শিক্ষায় শিক্ষিত করে তোলা এবং নিরক্ষরমুক্ত করে উপজেলাকে দেশবাসীর কাছে তুলে ধরা।
ব্রেকিং নিউজ :
মধুখালীকে নিরক্ষর মুক্ত উপজেলা গড়তে ফারিদা আরভী শিক্ষা পরিবারের মেধাবী ছাত্র—ছাত্রীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
-
Reporter Name
- Update Time : ০৯:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- ১২৮ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ