মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা :
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবেই। কোন অপশক্তি এ নির্বাচন ঠেকাতে পারবে না। যদি কেউ বাঁধা দেওয়ার চেষ্টা করে, আমরা তা প্রতিহত করব বলে হুঁশিয়ারি করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড.মাওলানা গোলাম মহিউদ্দিন একরাম। তিনি আরো বলেন যারা ৭১ সালে বাংলাদেশের বিরোধীতা করেছে তারাই আজ আওয়ামীলীগ, জাতীয় পার্টির সাথে মিলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে কিন্ত তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে, তারা কোনভাবেই নির্বচন ঠেকাতে পারবেনা। তিনি ৭ সেপ্টেম্বর রবিবার বিকেলে ফরিদপুরের মধুখালীতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মধুখালী থানা শাখার উদ্যোগে প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন।
বিকেল ৫টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যুব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মধুখালী থানা শাখার
আহ্বায়ক হাফেজ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. মাওলানা গোলাম মহিউদ্দিন একরাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মুফতি হুসাইন বিন ওয়াক্কাস, মধুখালী পৌর বিএনপি’র সাবেক সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, হেফাজতে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার শায়েখে আমির মুফতি মাহমুদুল হাসান ফায়েক এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন।
এছাড়াও আরও বক্তব্য রাখেন মধুখালী উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা রাজিবুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মধুখালী থানা শাখার নেতা মাওলানা মিজানুর রহমান, মধুখালী উপজেলা বিএনপি’র নেতা কামাল উদ্দিন মাস্টার, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা রমজান আলী, জমিয়তে উলামায়ে ইসলাম মাগুরা জেলা শাখার আহ্বায়ক মাওলানা শহিদুল ইসলাম এবং মুফতি কামরুজ্জামান কাসেমী।
প্রতিনিধি সম্মেলনে বক্তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং ব্রিটিশ খেদাও আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী সংগঠন হিসেবে দেশের স্বাধীনতা ও ইসলাম রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।
ব্রেকিং নিউজ :
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবেই, কোন অপশক্তি ঠেকাতে পারবে না —মধুখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ড.মাওলানা গোলাম মহিউদ্দিন একরামের হুঁশিয়ারি
-
Reporter Name
- Update Time : ০৮:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- ১২৭ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ