ফরিদপুর ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘টিকা কোনো আতঙ্ক নয়, সচেতন হতে হবে’— টাইফয়েড কর্মসূচির উদ্বোধনে মধুখালী ইউএনও’র আহ্বান লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিতের দাবিতে মধুখালীতে সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় ডিজিটাল মন্দির নির্মাণ করা হবে — খন্দকার নাসিরুল ইসলাম মধুখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্প–২০২৫ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত কোমরপুর বকুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত মধুখালীতে সরকারি জায়গা দখল করে ঘর নির্মান মধুখালীতে ইটের সলিং উঠে দেড় কিঃমিঃ সড়কের বেহাল দশা মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত মধুখালীতে জেলেদের মাঝে ভি.জি.এফ. চাল বিতরন মধুখালীতে নিউ জননী স্পেশালাইজ্ড হসপিটাল শুভ উদ্বোধন

ফরিদপুর চিনিকলে ২০২৫—২০২৬ রোপন মৌসুমের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৪:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৫ Time View

মধুখালী(ফরিদপুর) সংবাদদাতা :
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন সকল চিনিকলে এক যোগে রোপন মৌসুমের উদ্বোধনের অংশ হিসেবে ফরিদপুর চিনিকলেও ২০২৫—২০২৬ আখ রোপন মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
১ সেপ্টেম্বর সোমবার ফরিদপুর চিনিকলের ৭ টি সাবজোনের ৭২ টি ইউনিটে একই দিনে এস.টি.পি ও সরাসরি রোপন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুর চিনিকলে রোপন মৌসুম কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ। প্রধান অতিথি মিলস গেট ‘এ’ এবং ‘বি’ সাবজোনের ইউনিট—১ এর আখচাষী মো. দাউদ হোসেন এ জমিতে ইউনিট—৮, যথাক্রমে ৯,১৫,১৩,১৪,৬,৭, ১৭, ও মাঝকান্দি কেন্দ্রের ইউনিটের আখচাষীদের জমিতে উপস্থিত থেকে উদ্বোধন করেন। এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহাম্মাদ মনিরুজ্জামান মনির,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মো. তোজাম্মেল মন্ডল,সদস্য আবুল কালাম আজাদ, মো. শাহিন মাহমুদ,হাসিম আল জায়িদসহ চিনিকলের কৃষি বিভাগের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্ধোধন চলাকালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ফরিদপুর চিনিকলের ১৫ নং ইউনিটের বিশিষ্ট আখচাষী মো. সোহরাব হোসেন শেখের সাথে ভিিও কলে কথা বলেন। এ সময় মো. সোহরাব হোসেন শেখ বলেন, আখের মূল্য দু্রত সময়ের মধ্যে পেলে লেবার খরচ ও অন্যান্য খরচ মেটাতে সহজ হবে। তিনি আখের দাম বৃদ্ধি করার অনুরোধ করেন। এ সময় করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান ভিডিও কলে কথা বলেন।
এ ছাড়া রাজবাড়ি,ফরিদপুর,মাগুরা,বোয়ালমারী,বালিয়াকান্দি সাবজোনে যথাক্রমে মহাব্যবস্থাপক(অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক(প্রশাসন) মাসুদ রেজা, মহাব্যবস্থাপক(কারখানা) পুলক কুমার সরকার,ব্যবস্থাপক(সম্প্র) প্রবীর মল্লিক ,ব্যবস্থাপক মো. ইমরুল হাসান,কানিজ ফাতেমা রোখসানা,সহ ব্যবস্খাপক মাসুদুর রহমান, মেহেদী হাসানসহ কৃষি বিভাগের কর্মকর্তা,সিআইসি,সিডিএসহ কর্মচারীগণ রোপন মৌসুমের কার্যক্রমে অংশগ্রহণ করেন।
চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান জানান, চলতি ২০২৫—২০২৬ আখরোপন মৌসুমে এ চিনিকলের ৭ টি সাবজোনে ৫ হাজার ২শত একর জমিতে আখচাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। লক্ষ্যমাত্রার বিপরীতে আজকে শুভ উদ্বোধন করা হলো।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

‘টিকা কোনো আতঙ্ক নয়, সচেতন হতে হবে’— টাইফয়েড কর্মসূচির উদ্বোধনে মধুখালী ইউএনও’র আহ্বান

ফরিদপুর চিনিকলে ২০২৫—২০২৬ রোপন মৌসুমের উদ্বোধন

Update Time : ০৪:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

মধুখালী(ফরিদপুর) সংবাদদাতা :
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন সকল চিনিকলে এক যোগে রোপন মৌসুমের উদ্বোধনের অংশ হিসেবে ফরিদপুর চিনিকলেও ২০২৫—২০২৬ আখ রোপন মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
১ সেপ্টেম্বর সোমবার ফরিদপুর চিনিকলের ৭ টি সাবজোনের ৭২ টি ইউনিটে একই দিনে এস.টি.পি ও সরাসরি রোপন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুর চিনিকলে রোপন মৌসুম কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ। প্রধান অতিথি মিলস গেট ‘এ’ এবং ‘বি’ সাবজোনের ইউনিট—১ এর আখচাষী মো. দাউদ হোসেন এ জমিতে ইউনিট—৮, যথাক্রমে ৯,১৫,১৩,১৪,৬,৭, ১৭, ও মাঝকান্দি কেন্দ্রের ইউনিটের আখচাষীদের জমিতে উপস্থিত থেকে উদ্বোধন করেন। এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহাম্মাদ মনিরুজ্জামান মনির,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মো. তোজাম্মেল মন্ডল,সদস্য আবুল কালাম আজাদ, মো. শাহিন মাহমুদ,হাসিম আল জায়িদসহ চিনিকলের কৃষি বিভাগের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্ধোধন চলাকালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ফরিদপুর চিনিকলের ১৫ নং ইউনিটের বিশিষ্ট আখচাষী মো. সোহরাব হোসেন শেখের সাথে ভিিও কলে কথা বলেন। এ সময় মো. সোহরাব হোসেন শেখ বলেন, আখের মূল্য দু্রত সময়ের মধ্যে পেলে লেবার খরচ ও অন্যান্য খরচ মেটাতে সহজ হবে। তিনি আখের দাম বৃদ্ধি করার অনুরোধ করেন। এ সময় করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান ভিডিও কলে কথা বলেন।
এ ছাড়া রাজবাড়ি,ফরিদপুর,মাগুরা,বোয়ালমারী,বালিয়াকান্দি সাবজোনে যথাক্রমে মহাব্যবস্থাপক(অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক(প্রশাসন) মাসুদ রেজা, মহাব্যবস্থাপক(কারখানা) পুলক কুমার সরকার,ব্যবস্থাপক(সম্প্র) প্রবীর মল্লিক ,ব্যবস্থাপক মো. ইমরুল হাসান,কানিজ ফাতেমা রোখসানা,সহ ব্যবস্খাপক মাসুদুর রহমান, মেহেদী হাসানসহ কৃষি বিভাগের কর্মকর্তা,সিআইসি,সিডিএসহ কর্মচারীগণ রোপন মৌসুমের কার্যক্রমে অংশগ্রহণ করেন।
চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান জানান, চলতি ২০২৫—২০২৬ আখরোপন মৌসুমে এ চিনিকলের ৭ টি সাবজোনে ৫ হাজার ২শত একর জমিতে আখচাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। লক্ষ্যমাত্রার বিপরীতে আজকে শুভ উদ্বোধন করা হলো।