মফিজুর রহমান মুবিন মধুখালী ফরিদপুরঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকাল ৫টায় কালপোহা ফুটবল মাঠে এ সম্মেলন আয়োজন করা হয়।
মধুখালী উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মিহির কুমার বাবলুর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রস্তুত কমিটির সদস্য রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও প্রস্তুত কমিটির সদস্য মোঃ আবুল কাশেম আবুল, সদস্য শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মোঃ আব্দুল আলিম মানিক, ভিপি শাহীন, মোঃ হাবিবুর রহমান হাবিব, সাইদুর রহমান সাঈদ, মোহাম্মদ বদিউজ্জামান বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু, সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আকরাম খান, সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক, সদস্য সচিব মোঃ সাদ্দাম আরেফিনসহ আরও অনেকে।
সভাপতির বক্তব্যে গোলাম মোস্তফা বাকী বলেন, “স্বৈরাচার সরকারের আমলে বিএনপি অসংখ্য মিছিল-মিটিং করেছে। এর মধ্যে জুলাই আন্দোলনের শহীদ সাঈদের মত যারা বুক পেতে দিয়ে রাজপথে দাঁড়িয়েছেন, তারেক রহমানের নির্দেশনায় সংগ্রাম করেছেন—আগে আমরা সেই কর্মীদেরই মূল্যায়ন করব।”