মফিজুর রহমান মুবিনঃ
দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত কর্মী সম্মেলনে হাজারো নেতাকর্মীর ঢল, উচ্ছ্বাসে ভরপুর কামালদিয়া ফুটবল মাঠ। ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নে দীর্ঘ ১১ বছর পর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট সোমবার বিকেলে কালপোহা ফুটবল মাঠে এ সম্মেলন ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
কর্মী সম্মেলনে হাজারো নেতাকর্মীর ঢল নামে। বাদ্যযন্ত্র ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে সমর্থকরা মাঠে প্রবেশ করেন। সম্মেলনে কামালদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কামাল উদ্দিন মাস্টার সমর্থকসহ বিশাল মিছিল নিয়ে যোগ দিলে মাঠে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা দেখা যায়।
সম্মেলনে আবেগঘন বক্তব্যে কামাল মাস্টার বলেন, “স্বৈরাচার সরকারের সময় যেমন গোপালগঞ্জে বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছিল, তেমনি কামালদিয়ার নেতাকর্মীরাও বছরের পর বছর নির্যাতনের শিকার হয়েছে। কারণ এখানেই স্বৈরাচার সরকারের সাবেক প্রাণিসম্পদ অধিদপ্তরের মৎস্য মন্ত্রী আব্দুর রহমানের গ্রামের বাড়ি অবস্থিত। তাই বলা যায়, গোপালগঞ্জে বিএনপি করা আর কামালদিয়ায় বিএনপি করা একই কথা।”
এলাকাবাসী জানান, দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত এ কর্মী সম্মেলন তাদের জন্য আনন্দের বার্তা বয়ে এনেছে। তারা আশা প্রকাশ করেন, এ সম্মেলনের মাধ্যমে ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে।