মধুখালী প্রতিনিধিঃ
পাকিস্তানের প্রেতাত্মারা বা দোসররা যাতে ক্ষমতায় না আসতে পারে সেদিকে দলীয় নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
তিনি বৃহস্পতিবার ২১ আগস্ট সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর মাদ্রাসা প্রাঙ্গণে ধানের শীর্ষের সমর্থক গোষ্ঠি আয়োজিত এক পথসভায় দলীয় নেতাকর্মীদের এই আহ্বান জানান।
জনাব হাবিব বলেন ১৭ বছর লুটপাট চালিয়ে আওয়ামী লীগ না হলেও কিছু রেখে গেছে কিন্তু পাকিস্তানের প্রেতাত্মারা বা দোসররা ক্ষমতায় আসলে দেশে কিছুই থাকবে না। দেশকে ধ্বংস করে দেবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন বিএনপি’র মধ্যে যেন কোন সুযোগ সন্ধানী না ঢুকতে পারে সে দিকে আপনারা সতর্ক থাকবেন। তিনি আরো বলেন দেশ নিয়ে ষড়যন্দ্র শেষে হয় নাই। তাই আপনারা সতর্ক থাকবেন আপনারা ঐক্যবদ্ধভাবে থাকবেন যাতে কোন ষড়যত্রই সফল হতে না পারে।
‘তারুণ্যের প্রথম ভোট -ধানের শীষের জন্য হোক’ এই স্লোগানকে সামনে রেখে এই পথসভায় সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রিপন।
পথসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাবেক এমপি সহ শিক্ষা বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটির হেলেন জেরিন খান। তিনি তার বক্তব্যে বলেন আমাদের চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়া দেশের মানুষকে ভালোবেসে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে নির্যাতন সহ্য করেছেন তবুও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শত নির্যাতন সহ্য করেও আজকে গণতন্ত্রের জন্য যে লড়াই সংগ্রাম করে যাচ্ছেন সেটা নেতাকর্মীদের জন্য। আমরা সকল লোভ-লালসার ঊর্ধ্বে থেকে এই দেশ গঠনে গণতন্ত্র রক্ষায় কাজ করে যাব। তিনি আরো বলেন দলের মধ্যে কোন চাঁদাবাজ দখলদারের স্থান হবে না। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা সতর্ক থাকবেন বিএনপি’র মধ্যে কোন দোসর যেন ঢুকতে না পারে।
পথসভায় আরব বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য আবুল কাশেম আবুল, জেলা ছাত্রদল নেতা গোলাম মহিম, যুবদল নেতা মাহবুব তালুকদার, ছাত্রনেতা শরিফুল ইসলাম সেতু, গোলাম শরাফত শরৎ, ইউনিয়ন বিএনপি নেতা ডিআই মৃধা, হারুন অর রশিদ, তাওয়াবুর রহমান বাবু প্রমূখ।
ব্রেকিং নিউজ :
পাকিস্তানের প্রেতাত্মারা যেন ক্ষমতায় আসতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহব্বান -বিএনপি চেয়ারপারসনের উপদেস্টা হাবিব
-
Reporter Name
- Update Time : ১০:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- ১৮৯ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ