মধুখালী প্রতিনিধি :
বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেনটেটিভ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ফারিয়া)র ফরিদপুরের
মধুখালী উপজেলা শাখা কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মো. জহিরুল লিটন –সভাপতি (ইউরো ফার্মা) ও সাদ্দাম আরেফিন (ক্যামিস্ট)কে (সাধারন সম্পাদক) করে ১৭ সদস্যের কার্যকরি কমিটি জেলা শাখা অনুমোদন করেছে।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ—সভাপতি সোহেল রানা, সহ—সভাপতি মো. রাকিব মোল্যা, সিনি:— সাধারন সম্পাদক নিরুপ রায় (স্কয়ার), যুগ্ম সাধারন সম্পাদক— সাইফুল ইসলাম (বেঙ্মিকো), যুগ্ম সাধারন সম্পাদক— মো. শাহিন (হেলথকেয়ার), যুগ্ম সাধারন সম্পাদক— মাহমুদুল হাসান (বেনহাম), যুগ্ম সাধারন সম্পাদক— রেজওয়ান হাসান রোমান, সাংগাঠনিক সম্পাদক— শরিফুল ইসলাম সেতু, সাংগাঠনিক সম্পাদক— মো. নাহিদুর রহমান অপু, সহ—সাংগাঠনিক সম্পাদক— সুভন আহম্মেদ (ইনসেপ্টা), দপ্তর সম্পাদক— সোহানুর রহমান সোহান (নাভানা), সহ—দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি, প্রচার সম্পাদক—অহিদ মোল্যা (ইউরো ফার্মা), সহ—প্রচার সম্পাদক—আনিসুর রহমান, কোষাধক্ষ্য—সাখাওয়াত হোসেন।
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেনটেটিভ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ফারিয়া)র মধুখালী শাখা কমিটি গঠিত
-
Reporter Name
- Update Time : ১০:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- ১৮৩ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ