শহর প্রতিনিধি:
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে
ফরিদপুরে সম্মিলিত সনাতনী সমাজের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ৮-২০ মিনিটে শহরের শ্রী অঙ্গনে আলোচনা সভা ও পরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় বক্তব্য রাখেন
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
মিন্টু বিশ্বাস, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ মুদাররেস আলী ইসা, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ, জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু ভূঁইয়া, অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অজয় কর।
বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন। তারা বলেন
আমরা এমন একটা দেশ গরব যেখানে সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করতে পারবে।
আমরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসারী হিসেবে দেশকে সুন্দর ভাবে গড়ে তুলবো। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সকল ধর্মের লোকজন ধর্ম বর্ণ নির্বিশেষে
সবাই একসাথে মুক্তি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে ।
দেশকে গড়তে হলে সকল সম্প্রদায়ের মানুষের ঐক্যবদ্ধ হব।
এজন্য সকল ধর্মের মানুষের সাথে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।
আমরা সবাই বাংলাদেশী আর তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানের পরবর্তী পর্বে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে।