বিশেষ প্রতিনিধি
ফরিদপুরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা ও হত্যা চেষ্টা মামলার আসামি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ ফয়েজ আহমেদকে গ্রেফতার ও জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকের পাওয়া পুরস্কার প্রত্যাহারের দাবিতে আজ শনিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মেহেরুন নিশা স্বপ্না, সাংবাদিক হাসানুজ্জামান, জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু, সোহেল রানা, আরিফ শেখ, জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সাবেক সহ সভাপতি লুৎফর রহমান প্রমূখ।
এ সময় তারা বিগত দিনে শেখ ফয়েজ আহমেদের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন। এবং অবিলম্বে তাকে ফরিদপুর প্রেসক্লাব থেকে বহিষ্কার ও গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। বক্তারা প্রশ্ন করেন যে ব্যক্তি সরাসরি বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান করেছেন তাকে কিভাবে সাহসী সাংবাদিক পুরস্কার দেয়া হলো।বক্তারা
অবিলম্বে তার দেয়া পদক প্রত্যাহার করা দাবি জানান তিনি ছিলেন জুলাই আগস্ট এর অন্যতম আসামি। আর তাই অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে।
বক্তারা বলেন তিনি ছিলেন আওয়ামী লীগের দোসর বিগত দিনে আওয়ামী লীগের সুবিধা নিয়ে একের পর এক অপকর্ম করেছেন ।
জুলাই ২৪ গন অভ্যুত্থানে যে সমস্ত সাংবাদিকরা সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন তাদের বাদ দিয়ে তার মত বিতর্কিত লোককে কিভাবে সাহসী সাংবাদিকতা পুরস্কার দেয়া হলো এটা বোধগম্য নয়। ফরিদপুরের যে সমস্ত সাংবাদিক সে সময় জীবনে ঝুঁকি নিয়ে কাজ করেছেন তাদের বাদ দিয়ে কিভাবে তার মতো একজন ব্যক্তি কে সাহসী সাংবাদিক পদক দেয়া হলো। অবিলম্বে তার এই পদক প্রত্যাহার করতে হবে। আমরা কোন স্বৈরাচারের দোসর কে মেনে নিব না । এদিকে আগামীকাল একই দাবিতে সকাল সাড়ে দশটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে মানববন্ধন থেকে জানানো হয়।