মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার ১১টি ইউনিয়ন ও ইউনিয়নগুলোর আওতাধীন সকল ওয়ার্ড এবং একটি পৌরসভার সকল ওয়ার্ড (৯টি) কমিটি বিলপ্ত ঘোষনা করা হয়েছে। বৃহস্প্রতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সন্ধা সাড়ে ৬টায় উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক গোলাম মোস্তফা বাকীর সভাপতিত্বে ও সদস্য সচিব বাবলু কুমার রায়ের সঞ্চালনায় এক জরুরী সভায় সকল সদস্যের সর্বসম্মতিক্রমে উপজেলা ১১টি ইউনিয়ন ও সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির গঠনের জন্য সম্মেলনের তারিখ ও সময় ঘোষনা করা হয়েছে।
উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক গোলাম মোস্তফা বাকী ও সদস্য সচিব বাবলু কুমার রায় বলেন আমরা জরুরী সভা করে ১১টি ইউনিয়ন ও সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করার জন্য তারিখ নির্ধারন করেছি।
অপরদিকে বিকাল ৫টায় পৌর বিএনপির প্রস্তুতি কমিটির আহবায়ক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয় এবং অতিদ্রুত নতুন কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করার সিদ্ধান্ত হয়। এসময় ৯টি ওযার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে নতুন করে গঠনের জন্য তারিখ ও সময় নির্ধারন করা হয়েছে।
পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শরিফুল ইসলাম ফকির ও সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠনের জন্য তারিখ নির্ধারন করা হয়েছে বলে জানান।
উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন প্রস্ততি কমিটির এ জরুরি সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ :
মধুখালী উপজেলার সকল ইউনিয়ন ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা
-
Reporter Name
- Update Time : ০৪:০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- ১৪৯ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ