বিশেষ প্রতিনিধি:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নির্র্মমভাবে কুপিয়ে হত্যা ও দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে এই কর্র্মসূচী পালন করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এসময় সাংবাদিকরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন কালে জনসুম্মখে এভাবে কুপিয়ে নির্র্মমভাবে হত্যা করা খুবই উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তায় রাষ্ট্র যদি এগিয়ে না আসে তবে অপরাধীদের দৌড়াত্ব আর তাদের অপকর্র্ম সমাজ কে ধ্বংস করবে। তাই গাজীপুরের সাংবাদিক কে হত্যাসহ বিভিন্ন সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী জানায় তারা।
এসময় জেলার কর্র্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদকর্মীরা উপস্থিত ছিল।
Reporter Name 









