মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলার আর কান্দি, ছোন্দাহ এবং বন্দর এলাকার মানুষের উদ্যোগে এবং মো. হাসানের সার্বিক সহযোগিতায় ১৯ অক্টোবর, শনিবার এক ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টায় নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল হাসান টিপুর সভাপতিত্বে চন্দনা, বারাসিয়া নদীতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়, যেখানে ফরিদপুর জেলা থেকে আগত বেশ কয়েকটি দল অংশ নেয়।
উপজেলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচে অংশ নেওয়া নৌকাগুলো ছিল উৎসবমুখর। প্রতিযোগিতায় জেলা ও উপজেলার বিভিন্ন এলাকার প্রতিযোগীরা তাদের নিজস্ব দল নিয়ে অংশগ্রহণ করে, যা জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর—১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক, উপজেলা বিএনপি’র সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল,পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, জেলা যুবদলের সহ—সভাপতি আব্দুল আলীম মানিক, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির, উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম মুক্তার হোসেন, যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম এনামুল, কৃষকদলের উপজেলা আহবায়ক মেহেদি হাসান মন্নু, সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মেগচামী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাব্বির উদ্দিন শেখ, রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া। এছাড়াও বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল নৌকা বাইচ প্রতিযোগিতায়।
ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি নৌকা দীর্ঘাকৃতির ছিল এবং নৌকা গুলি বিভিন্ন রং ও ডিজাইনে সাজানো ছিলো। প্রতিযোগিতা চলাকালীন নদীর দু’পাড়ে প্রচুর দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা যায়, যারা দলগুলোর উৎসাহ—উদ্দীপনা এবং প্রতিযোগিতার উত্তেজনা উপভোগ করে। এ বছরও উৎসবমুখর পরিবেশে দর্শনার্থীরা নৌকা বাইচ উপভোগ করেছেন।
বাইচে প্রথম হয়েছে পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী গ্রামের বাকু শেখের মায়ের দোয়া নৌকা। দ্বিতীয় হয়েছে কাশিয়ানী উপজেলার মহেষপুর, নাওড়াদোলা ময়ুর পক্ষী এবং তৃতীয় হয়েছে বোয়ালমারী সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ছাত্তার ফকিরের ভাই ভাই ‘জলপরী‘ নৌকা। নৌকাবাইচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ব্রেকিং নিউজ :
মধুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।। চন্দনা ও বারাসিয়া নদীর দু’পাড়ে নারী—পুরুষের উপেড়ে পড়া ভীর
-
Reporter Name
- Update Time : ০৮:১২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- ১৪৯ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ