অভিনয় ছেড়ে দিবেন এমন ঘোষণা দিলেও কিছুদিন আগেই তাকে একটি নাটকে অভিনয় করতে দেখা গেছে। তবে এবার মৌসুমীকে এবার চিত্রনায়িকা মৌসুমী গান গেয়ে দর্শকদের মাতালেন।
বিনোদন প্রতিবেদক :
সম্প্রতি নিউ ইয়র্কে বাঙালি কমিউনিটির একটি অনুষ্ঠানের সাংস্কৃতি আয়োজনে আসেন মৌসুমী। সেখানে বাংলা গান গেয়ে শোনান ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা। শুধু তাই নয়, গানের সঙ্গে অভিনেত্রী নেচেও দর্শকদের রীতিমতো মাত করে দেন। এই আয়োজনে মৌসুমীর বোন ইরিন জামানও গান গেয়ে শোনান।
কিছুদিন আগে, ওমর সানী একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে মৌসুমী অভিনয় থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন এবং সম্ভবত আর অভিনয়ে ফিরবেন না। এই খবরটি শুনে অনেকেই ধরে নিয়েছিলেন যে, সম্ভবত আর মৌসুমীকে অভিনয়ে দেখা যাবে না। তবে, মৌসুমী পরে এই গুঞ্জন উড়িয়ে দেন এবং “পিএস চাই সুন্দরী” নামের একটি টেলিছবির শুটিং-এ অংশ নেন, যা প্রমাণ করে যে তিনি অভিনয় থেকে অবসর নেননি।
মৌসুমী মেয়ের পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে শোনা গিয়েছে।
তবে দীর্হদিন ধরেই তিনি নিউ ইয়র্কে রয়েছেন, আর ওমর সানী দেশে রেস্তোরাঁ ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন।