শহর প্রতিনিধি :
ফরিদপুর জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
আজ বেলা সাড়ে বারোটার দিকে ফরিদপুর শহরের কাটপট্টি থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাব সামনে আসলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মুজাফফর আলী মুসার সভাপতিত্বে এবং মহানগর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান বাবলুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের জেলা সদস্য ফরিদপুর সদর থানার সাধারণ সম্পাদক মোঃ আকু মিয়া পিয়ার হোসেন ফারুক থানা শাখার সাধারণ সম্পাদক । সহ-সভাপতি ইসমাইল হোসেন লাভলু আলফাডাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভাঙ্গার উপজেলা শাখার সভাপতি ইলিয়াস হোসেন , মধুখালী উপজেলা শাখার মোঃ ফজলুর রহমান বোয়ালমারী উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান,
কানাইপুর শিল্পাঞ্চলের শ্রমিক দলের সভাপতি মোঃ ইসরাইল মোল্লা , আলফাডাঙ্গা উপজেলা সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, শেখ প্রমুখ।
সভায় বক্তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মিডিয়ায় ও যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডার তীব্র নিন্দা জ্ঞাপন করেন তারা বলেন আগামীতে এ ধরনের কর্মকাণ্ড করা হলে তা কঠোর হাতে প্রতিহত করা হবে বক্তারা অতি দ্রুত সম্ভব অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবার জন্য অন্তবর্তী কালীন সরকারের নিকট।দাবি জানান। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর থেকে চৌধুরী নায়াব ইউসুফ মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এর পূর্বে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুরে প্রেসক্লাবের সামনে এসে পৌঁছালে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শ্রমিক দলের নেতাকর্মিবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ :
ফরিদপুর জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
-
Reporter Name
- Update Time : ০৫:২৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- ২৭৪ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ