মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীর আড়পাড়া ইউনিয়নের পূর্ব আড়পাড়া গ্রামে মধ্যযুগীয় কায়দায় হামলা চালিয়ে জনৈকা লাভলী খাতুনের একটি পাকা ঘর ভেঙ্গে গুড়িয়ে দেবার পাশাপাশি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে টিনের একটি ঘর। তাছাড়া ব্যাপক লুটপাট ও ভাংচুর করা হয়েছে ঘরের মালামাল। কেটে ফেলা হয়েছে বেশকিছু গাছপালা। লুট করে নেওয়া হয়েছে নগদ অর্থ, স্বর্নালংকার, গরু, ভেড়া, হাস—মুরগীসহ বিভিন্ন জিনিষপত্র। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ লাভলী খাতুন তার বৃদ্ধা মা ও শিশু সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী, থানা পুলিশ ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, আড়পাড়া ইউনিয়নের পূর্ব আড়পাড়া গ্রামের লাভলী খাতুনের সাথে প্রতিবেশী গোলাম মোস্তফা ফকির, কামরুল ইসলাম ফকির গংদের জমি নিয়ে বিরোধ চলছিল। মাঝে মধ্যেই এ নিয়ে উভয় পক্ষের মাঝে হামলা, মামলার ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার রাত দুইটার দিকে লাভলী খাতুনের বাড়ীতে স্থানীয় ইউপি সদস্য আলীর নেতৃত্বে কয়েকশ লোক হামলা চালায়। এসময় হামলাকারীরা ঘরের বিভিন্ন জিনিষপত্র ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। একপর্যায়ে তারা একটি পাকা ভবন ভেঙ্গে গুড়িয়ে দেয়। খুলে নেয়া হয় ঘরের দরজা—জানালা। কেটে ফেলা হয় বেশ কিছু গাছ। হামলা করে ভাংচুর ও লুটপাটের পর হামলাকারীরা একটি টিনের বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে ঘরের সমস্ত মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা সরে পড়ে।
নামপ্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, আলী মেম্বারের নেতৃত্বে বেশকিছু লোকজন হামলা করে ভাংচুর ও লুটপাট চালায়। পরে তারা ঘরে আগুন দেয়।
ক্ষতিগ্রস্থ লাভলী খাতুন বলেন, আলী মেম্বারের নেতৃত্বে আমার বাড়ীতে হামলা চালায় কয়েকশ লোক। তারা ঘরের মালামাল ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। তিনি বলেন, আমার স্বামী বিদেশে থাকে। আমি একটি শিশু সন্তান নিয়ে বাড়ীতে থাকি। তারা আমাকে বিভিন্ন সময় নানাভাবে হয়রানীর চেষ্টা করে। শনিবার রাতে আমার বাড়ীতে হামলা চালিয়ে আমার সবকিছু শেষ করে দিয়েছে। আমি এখন আমার সন্তানকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো। আমি এ ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তি চাই।
অভিযুক্ত ইউপি সদস্য আলী হোসেন বলেন, লাভলী খাতুনের সাথে জমি নিয়ে প্রতিবেশীর বিরোধ রয়েছে। তাছাড়া লাভলীর স্বভাব চরিত্র ভালো না। শনিবার সকালে স্থানীয় গ্রামাবাসীকে নিয়ে লাভলীর কর্মকান্ডের বিষয়ে শুকুর মৃধার দোকানের সামনে একটি সভা করা হয়। সেখান থেকে সিদ্ধান্ত হয় লাভলীর কর্মকান্ড থানার ওসিকে জানানো হবে। পরে আমরা সবাই যে যার বাড়ীতে চলে যাই। তিনি বলেন, লাভলী তার লোক দিয়ে নিজের ঘরে ভাংচুর ও লুটপাট করে আগুন দিয়ে আমাদের ফাঁসাতে চাইছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মোঃ ইমরুল হাসান বলেন, ঘটনাটি জানার পর আমি নিজে ঘটনাস্থলে গিয়ে সবকিছু দেখেছি। যারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি বলেন. এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
ব্রেকিং নিউজ :
মধুখালীতে বসত বাড়ীতে আগুন, ভাংচুর—লুটপাট
-
Reporter Name
- Update Time : ০৭:৫৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- ১৮৭ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ