মেহেদী হোসেন পলাশ
কাতার প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কাতার শাখার আয়োজনে বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোহা মনসুরা এলাকায় আমানুল্লাহ বাংলাদেশী একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়, এতে শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কাতার যুবদল নেতা ইন্জিনিয়ার আমানত হোসাইনের সভাপতিত্বে ও যুবদল নেতা গাজী কাওছার এর সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কাতার যুবদলের প্রধান পৃষ্ঠপোষক জনাব এ আর মামুন খান ।
এতে আরো উপস্হিত ছিলেন কাতার যুবদল নেতা রাজু ফরায়েজি, জাহিদ চৌধুরী, কামাল উদ্দিন,নিজাম উদ্দিন বাচ্চু , ইমরান হোসেন রাজু ইন্জিনিয়ার নাছির উদ্দিন ,আজিজুর রহমান পলাশ ,মোহাম্মদ বেলাল হোসেন,
আবছার মহাজন, শামীম ,আলী পাটোয়ারী প্রমূখ।
নেতৃদ্বয় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর নিকট দোয়া কামনা করেন পাশাপাশি কাতার যুবদলকে সুসংগঠিত করার জন্য কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক এ আর মামুন খানের নেতৃত্বে সুসংগঠিত থাকার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন।