নিজস্ব প্রতিনিধি :
তথ্য প্রমাণ থাকায় সাত দিনের মধ্যেই আছিয়ার ধর্ষকদের প্রকাশ্যে বিচার করার দাবি করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি গতকাল শুক্রবার (১৪ মার্চ) শিশু আছিয়ার মাগুরা শ্রীপুরের জারিয়া গ্রামের বাড়িতে তার মাকে সান্ত্বনা দিতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের কে এ কথা বলেন। তিনি আরো বলেন, বিগত সরকারের সময় ধর্ষকদের বিচার না করে পুরস্কার দেয়া হয়েছে। ফলে দেশে বিচার হীনতার সংস্কৃতি ছিল। তিনি বলেন, এমন নাযে আসামী পলাতক রয়েছে। ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। স্বাক্ষী প্রমান আছে এ মামলায় সময়ক্ষেপনের সুযোগ নেই। সাতদিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে।
শিশু আসিয়ার দাফনের একদিন পরও শোকে স্তব্ধ গ্রামবাসী ও তার পরিবার । আছিয়ার এমন করুন মৃত্যুর প্রতিবাদ ও বিচারের দাবি জানাচ্ছেন সাধারণ এলাকাবাসীর পাশাপাশি বিভিন্ন মঞ্চ ও প্লাটফর্ম। একটাই দাবি অতিসত্বর সম্পন্ন করতে হবে বিচারকাজ। যাতে এমন নির্যাতনের শিকার আর কোন শিশু বা নারী না হয়।
দীর্ঘ আট দিনের লড়াই আর অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করে, সবাইকে কাঁদিয়ে, না ফেরার দেশে চলে গেছে ছোট্ট শিশু আছিয়া।
শিশু আসিয়ার পরিবারকে সান্ত্বনা ও সহমর্মিতা জানাতে সকাল থেকেই ভীড় জমতে থাকে জারিয়া গ্রামে তার বাড়িতে। বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকেও করা হয়েছে মানববন্ধন ও মৌন মিছিল।
সাধারণ মানুষরা ঘৃণিত এই কর্মকাণ্ডের জন্য ক্ষোভে ফুসছেন বিচারের দাবিতে। সাধারণ মানুষের চাওয়া অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি।
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস আসেন আছিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেন আর্থিক সহায়তা। এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট নেওয়া হালিমা আরলী, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা মহিলা দলের সভানেত্রী উম্মে কুলসুম উর্মি প্রমূখ।
ব্রেকিং নিউজ :
সাত দিনের মধ্যেই আছিয়ার ধর্ষকদের বিচার করে প্রকাশ্যে কার্যকর করতে হবে—আফরোজা আব্বাস
-
Reporter Name
- Update Time : ০৬:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- ২০৯ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ