মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলায় ডুমাইনে সাংবাদিক সৌগত বসুর বাড়িতে চুরি করতে গেলে দেখে ফেলায় তার বাবা মা ও গৃহপরিচালিকা কে কুপিয়ে জখমের ঘটনার একজনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল জলিল আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটক পল্লব কুমার রায়(১৯) জেলার মধুখালী উপজেলার ডুমাইন বটপাড়া গ্রামের পরিমল কুমারের ছেলে। এই ঘটনায় একটি স্টিলের লাঠি ও দা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল জানান, নেশার টাকা জোগার করতে চুরির উদ্যোশ্যে গত শুক্রবার রাতে ওই বাড়িতে প্রবেশ করে সে। এসময় গৃহকর্তা শ্যামলেন্দু বসু দেখে ফেললে চোর পালানোর সময় তাকে ও তার স্ত্রীর মাথায় স্টিলের লাঠি দিয়ে বারি মেরে পালিয়ে যায়।
এই ঘটনায় শ্যামলেন্দু বসুর ছেলে ঢাকায় কর্মরত আজকের পত্রিকার সাংবাদিক সৌগত বসু বাদী হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করে।
পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে মধুখালী উপজেলার ডুমাইন খেয়াঘাট থেকে পল্লব কে আটক করে।
পরে তাকে আদালতে প্রেরণ করলে নিজের দোষ স্বীকার করে ১৪৪ ধারা জবানবন্দী দেয় সে, বলেও জানান এই কর্মকর্তা।
ব্রেকিং নিউজ :
চুরি করতে গেলে দেখে ফেলায় সাংবাদিকদের বাবা-মাসহ ৩ জনের উপর হামলা করে চোর- পুলিশ সুপার
-
Reporter Name
- Update Time : ০৪:০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- ১২১ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ