আঞ্চলিক প্রতিনিধি ঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পূর্ব আড়পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় রক্ষা পেয়েছে অন্তত ৩—৪ টি বসতঘর। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আলী শেখ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। গত রবিবার দিবাগত রাতে উপজেলার আড়পাড়া ইউনিয়নের ১নং ওয়াডস্থ পূর্ব আড়পাড়ার আকিদুল শেখ এর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ শুনে সোমবার আগুনে পুড়া বাড়িতে গিয়ে স্থানীয় সূত্রে আশেপাশে ও বাড়ীর লোক আরজু শেখ এর দাদী বিধবা লাইলী বেগম এর সাথে কথাবাত্রা বলে জানা যায় , এবং লাইলী বেগম জানান আমার নাতী ছেলে আরজু শেখ পাটকাটি দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয় । আরও জানা যায় ঐ বাড়ীতে আরজু শেখ পিতাঃ আকিদুল শেখ একা বসবাস করে । দাদী এবং মা , বাপ ও ছোট ভাই কাউকে থাকতে দেয় না । তাদের তাড়িয়ে দিয়েছে । অগ্নিকাণ্ডে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। সাথে সাথে মধুখালী ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় ওই বাড়ির পাশে অন্তত ৩—৪ টির মতো বসতঘর ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পায়। এ ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে । পরিশেষে গ্রামবাসী জানান প্রশাসন দিয়ে আরজুকে গ্রেফতার করে জিজ্ঞাসা করলে আরও ঘটনা জানা যাবে ।
ব্রেকিং নিউজ :
মধুখালীতে আগুনে পুড়েছে বসতঘর
-
Reporter Name
- Update Time : ০৯:০৩:১১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- ১৭৩ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ