মধুখালী প্রতিনিধি ঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের রুপাতলা বিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। বুধবার (২৩ শে অক্টোবর ) দুপুরে উপজেলার ডুমাইন ইউনিয়নে রুপাতলা বিলে থেকে এসব জাল জব্দ করা হয়। দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করেন মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস । এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা—কর্মচারী সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার অভিযান পরিচালনা করে উপজেলার ডুমাইন রুপাতলা বিল থেকে চায়না দুয়ারি জাল জব্দ করে। জালগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ (বার হাজার ) টাকা বলে জানিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। জব্দ করে জালগুলো বিলেই পুড়িয়ে ধংস করা হয়। এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন, চায়না দুয়ারি জাল মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ। অভিযান চালিয়ে ৮টি চায়না দুয়ারি জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
ব্রেকিং নিউজ :
মধুখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
-
Reporter Name
- Update Time : ০৯:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
- ১৫৬ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ