মেহেদী হোসেন পলাশ
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরের মধুখালীতে চূড়ান্ত ভোটকেন্দ্রগুলোর প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসন এবং উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। তিনি নির্বাচনী প্রস্তুতি ও দায়িত্বশীল ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ আদিল।
প্রস্তুতিমূলক এই সভায় বক্তব্য দেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির মোঃ তাইজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচ এম নজরুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল আকন। বক্তারা নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে দায়িত্ব পালন নিয়ে সচেতন থাকার আহ্বান জানান।
সভায় চূড়ান্তভাবে ঘোষিত ভোটকেন্দ্রগুলোর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, “নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় আসবাবপত্র, নিরাপত্তা এবং লজিস্টিক সহায়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সকলের সমন্বিত প্রচেষ্টায় একটি সফল নির্বাচন আয়োজন সম্ভব।
মেহেদী হোসেন পলাশ 











