মফিজুর রহমান মুবিন :
ফরিদপুরের মধুখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টায় মধুখালী থানার ওসি অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান হেলাল, সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক অঞ্জন সাহা রানা সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত ওসি ফকির মোঃ তাইজুর রহমান বলেন, “আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি। সাংবাদিকরা পাশে থাকলে এলাকার সাধারণ মানুষের জন্য আরও ভালোভাবে কাজ করা সম্ভব হবে।”
সভায় সাংবাদিকতার নীতিমালা, সুষ্ঠু আইনশৃঙ্খলা রক্ষা এবং সমাজের কল্যাণে পুলিশ-সাংবাদিক সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
মফিজুর রহমান মুবিন 














