মেহেদী হোসেন পলাশ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর ১ আসনে বিএনপি মনোনীত সদস্য পদপ্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাসির এর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেছে মধুখালী উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ।
আজ ৮ ডিসেম্বর সোমবার বিকাল ৪টা হতে করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মধুখালী বাজারে প্রচার প্রচারণা চালিয়েছে দলের নেতাকর্মীরা।
সে সময় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়।
প্রচার কার্যক্রমে অংশ নেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়,
যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম ফকির,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মন্নু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু,পৌর বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সেকেন,উপজেলা যুবদলের আহবায়ক এস এম মুক্তার হোসেন মুক্তার, সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল, উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হোসেন মুন্নু,সদস্য সচিব তানভীর আহমেদ
শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম খান, উপজেলা বিএনপি’র অর্থ সম্পাদক আলী মনসুর দাউদ,পৌর বিএনপি’র অর্থ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, উপজেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক শিপন সরকার,পৌর কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরিফিন সহ আরো অনেকে।
প্রচারণা শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,আসন্ন নির্বাচনে মধুখালী উপজেলা বাশিকে তারেক রহমানের মার্কা ধানের শীষে ভোট দিতে আহবান জানান। এছাড়া বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে ভোটারদের কাছে দোয়া কামনা করো।
মেহেদী হোসেন পলাশ 











