শেখ সালমান আহমেদ, ফরিদপুরঃ
ফরিদপুরের মধুখালীতে “Walk Hub Limited” এর ওয়ান স্টার ও টু স্টার কর্মীদের নিয়ে কিং সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর, শনিবার উপজেলার দিঘলিয়া নিরিবিলি পিকনিক কর্ণারে জমকালো আয়োজনে সকাল ১০টা থেকে সেলিব্রেশন শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টু স্টার কিং মোঃ নূর ইসলাম মোল্যা এবং সঞ্চালনা করেন মধুখালী প্রেসক্লাবের সদস্য ও “Walk Hub Limited” এর সিনিয়র সদস্য অসীম কুমার দত্ত’র সহধর্মিণী তমানন্দী। “Walk Hub Limited” এর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি মনিরুজ্জামান মৃধা মন্নুকে ফুলের তোড়া দিয়ে মঞ্চে স্বাগত জানিয়ে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন “Walk Hub Limited” এর সিনিয়র সদস্য অসীম কুমার দত্ত। উক্ত সেলিব্রেশন অনুষ্ঠানে কোম্পানির ওয়ান স্টার কিং পদবী অর্জন করেছেন, কাজী মোঃ ইমরান, আশরাফ আলী, মোঃ জহুরুল হক জহুর এবং রুবা খাতুন। এছাড়াও টু স্টার অর্জনকারী দুজন হলেন, মোঃ নূর ইসলাম মোল্যা, মোঃ বারিক শেখ।
Reporter Name 












