মোঃ সহিদুল ইসলাম
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ভেল্লাতকান্দি সংলগ্ন রাজধরপুর নতুন ব্রীজ থেকে গ্রামঅঞ্চলের রাস্তা গড়িয়াদহ চৌ—রাস্তার মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের ইটের সলিংয়ের রাস্তাটি ভেঙ্গে অকেজো হয়ে পড়েছে। এতে উপজেলার ডুমাইন ইউনিয়নের ভেল্লাকান্দি, রাজধরপুর , নিশ্চিন্তপুর , আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর, রামচন্দ্রপুর সহ আরও বেশ কয়েকটি গ্রামের প্রায় ৫ হাজার জনগোষ্ঠীর দুর্ভোগ চরমে। জানা যায়, ইটের সলিং করা এই রাস্তাটি বর্তমানে খানাখন্দে পরিণত হয়েছে। ইটগুলো উঠে গিয়ে রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, যা যাতায়াতের জন্য খুবই বিপজ্জনক। বিশেষ করে বৃৃষ্টির সময় গর্তগুলোতে পানি জমে যায়। ফলে অটোরিকশা, সিএনজি, ভ্যান ও মোটরসাইকেল চালকদের জন্য এটি আরও বিপদজনক হয়ে উঠে। বিশেষ করে রাজধরপুর বালুর ঘাট থেকে ডামট্রাকে করে বালি আনার কারনে নতুন রাস্তা নস্ট হয়ে গেছে । এ ব্যাপারে আড়পাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য প্যালেন চেয়ারম্যান আঃ রউফ মোল্লা তিনি বলেন যখন রাজধরপুর সরকারী বালুঘাট ইজারা দেওয়া হয় এ সময় বড় বড় ডামট্র্যাকে বালি নেওয়ার কারনে রাস্তার বেহাল দশা হয়েছে । মেরামত করা অতি জরুরী এ বিষয়ে মধুখালী উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানা বলেন, এই রাস্তাাটি টেকসইয়ের জন্য খুব শিগগিরই এই রাস্তা মেরামতের ব্যবস্থা নিবো।
মোবাইল—০১৯২০০৯৮৩১৯