মোঃ সহিদুল ইসলাম ,
মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৫টি মন্দির পরিদর্শন করেছেন মধুখালী উপজেলা কৃষি অফিসার মাহাবুব ইলাহী । সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার ডুমাইন ইউনিয়নের ১৫টি পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় মধুখালী উপজেলা কৃষি অফিসার মাহাবুব ইলাহী পূজামন্ডপগুলো ঘুরে ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, দুর্গাপূজা দেশের একটি অন্যতম বড় ধর্মীয় ও সামাজিক উৎসব। এ উৎসবকে ঘিরে আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, ডুমাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল ইসলাম মোল্যা, ইউপি সদস্য নকীব আহম্মেদ কেরামত, ডুমাইন ইউনিয়ন পূজা উৎযাপন ফ্রন্ট কমিটির সভাপতি অমল কৃষ্ণ মন্ডল, গ্রামপুলিশ এবং সুধীজন। উপজেলা কৃষি অফিসার মাহাবুব ইলাহী বলেন এই পরিদর্শন সনাতন ধর্মাবলম্বীসহ স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার করেছে।
ব্রেকিং নিউজ :
ডুমাইন ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন করলেন উপজেলা কৃষি অফিসার
-
মো. সহিদুল ইসলাম
- Update Time : ০৪:১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- ২৯ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ