মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
এদেশে মসলমাদের যেমন অধিকার আছে ধর্ম পালন তরার হিন্দুদেরও তেমন তাদের ধর্ম শান্তিপূর্ণভাবে পালন তরার অধিকার আছে। যার যার ধর্ম সেই সেই পালন করবেন সেটা ঠেকানোর কারো সাধ্য নেই। এদেশে মুসলমানের মসজিদ যেমন নিরাপদে থাকে আপনাদের মন্দিরও তেমনি নিরাপদে থাকবে। আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করবেন উৎসব করবেন। মুসলমানের মসজিদ যেমন পাহারা দিতে হয় না আপনাদের মন্দিরও পাহারা দিতে হবে না এর জন্য আপনাদের পাশে জাতীয়তাবাদী দল বিএনপি ছিল এবং থাকবে।
মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে হিন্দু ভাইদের উদ্দেশ্য করে কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি ও ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম এই কথাগুলো বলেন।
এ সময় তিনি একটি দলকে উদ্দেশ্য করে বলেন যে তারা আজ ভোটের জন্য আপনাদের পাশে এসে এনিয়ে বিনিয়ে কথা বলছেন। কিন্তু তারা এই বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না, স্বাধীনতার বিরোধীতা করেছেন কিন্ত তারা আজ আপনাদের কাছে ভোটের জন্য আসচে। তাই তারা আপনাদের কাছে আসলে আপনারা বলবেন আগে দেশের স্বাধীনতাকে স্বীকার করুন এবং অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে আমাদের কাছে ভোট চাইতে আসবেন।
এ সময় তার সাথে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র সদস্যসচিব বাবলু কুমার রায়, উপজেলা বিএনপি আহবায়ক গোলাম মোস্তফা বাকি, পৌরসভা বিএনপির আহবায়ক শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আব্দুল আলিম মানিক, পৌরসভা বিএনপি’র সদস্য সচিব ও মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নব নির্বাচিত সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, সদস্য মোর্শেদ আবু নসন টিটো, উপজেলা যুবদলের আহবায়ক এস এম মুক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, কৃষকদলের আহবায়ক মেহেদি হাসান মন্নু,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকরাম হোসেন খান, সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারক, সদস্য সচিব সাদ্দাম আরেফিন, সহ উপজেলা ও পৌরসভা বিএনপি ও তার অঙ্গ সংসঠনের নেতৃবৃন্দ উপজেলা ও পৌরসভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খন্দকার নাসিরুল ইসলাস আরো বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা এতবছর আপনাদেরকে ব্যবহার করে কাউকে নাজানিয়ে তার আত্মীয়স্বজনদেরকে নিয়ে আপনাদেরকে ফেলে এদেশ থেকে পালিয়ে গেছে। তিনি বলেন আগামী বছরের ফেব্যয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা বিএনপির পাশে থাকবেন এবং বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।
তিনি বলেন একটি পক্ষ নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন কিন্ত কোন শক্তিই নির্বাচন ঠেকাতে পারবেনা। বিএনপি সববাধাকে প্রতিরোধ করবে ইনশা আল্লাহ।
ব্রেকিং নিউজ :
এদেশে মুসলমান, হিন্দুদের সমান অধিকার,আপনারা নির্বিঘ্নে দূর্গাউৎসব পালন করবেন —কৃষকদলের কেন্দ্রীয় সহসভাপতি সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম
-
Reporter Name
- Update Time : ০৪:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- ৩৫ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ