মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা :
অটো ইজিবাইক মালিক সমিতির অভিযোগ, সরকারের নিয়ম অনুযায়ী ভাড়া ধরা হয়েছে প্রতি কিলোমিটার ২ টাকা ৫০ পয়সা। সেই হিসাবে মধুখালী থেকে জামালপুর পর্যন্ত ১০ কিলোমিটার ভাড়া দাঁড়ায় ২৫ টাকা। কিন্তু রাজবাড়ী টু মধুখালী রুটে বাস মালিক সমিতি মাত্র রাজবাড়ী বাস মালিক সমিতির উদ্যোগে নতুন করে চালু হওয়া রাজবাড়ী-মধুখালী রুটের বাস ভাড়া নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। সরকারি নির্ধারিত ভাড়ার তুলনায় কম ভাড়া নেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন অটো ইজিবাইক মালিক সমিতির নেতৃবৃন্দ। এ নিয়ে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন মধুখালী বাজার চৌরাস্তায়
১৫ টাকা ভাড়া নিচ্ছে। এতে যাত্রীরা বাসে উঠায় অটো ইজিবাইক চালকরা যাত্রী সংকটে পড়ছে। তাদের দাবি, এটি একটি গভীর ষড়যন্ত্র, যা অটো ইজিবাইক চালকদের জীবিকা হুমকির মুখে ফেলেছে।
অবরোধ কর্মসূচীতে মধুখালী বাজার চৌরাস্তা অটো ইজিবাইক মালিক সমিতির সভাপতি মোঃ সাগর মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ ওমর বিশ্বাস, সহ-সভাপতি মোঃ ছবদুল শেখ, লাইন সেক্রেটারি মোঃ মামুন বিশ্বাস (জামালপুর স্ট্যান্ড), সহ-সাধারণ সম্পাদক মোঃ ঈদ্রীস বিশ্বাস, শ্রমিক নেতা মোঃ সুমন বিশ্বাস, লাইন সেক্রেটারি মোঃ রেজওয়ান শেখ (জামালপুর স্ট্যান্ড), কার্যকরী সদস্য খোরশেদ আলম মোল্লা, ভাঙ্গী বাহার, রাজীব, রিপন, আজিজুলসহ বহু শ্রমিক কর্মী উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকরা কাফনের কাপড় মাথায় বেঁধে মধুখালী বাজার চৌরাস্তা প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। তারা দাবি জানান, যদি বাস মালিক কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী ভাড়া নির্ধারণ করে দেয় তবে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু অস্বাভাবিকভাবে কম ভাড়া নিয়ে বাস চলাচল করলে তারা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হবেন।উল্লেখ্য, প্রায় ১৩ বছর পর নতুন করে রাজবাড়ী-মধুখালী রুটে বাস চলাচল শুরু হয়েছে।
ব্রেকিং নিউজ :
রাজবাড়ী-মধুখালী রুটে ভাড়া নিয়ে বাস-অটো ইজিবাইক মালিক সমিতির দ্বন্দ্বে মধুখালীতে মাথায় কাফনের কাপড় বেঁধে ইাজবাইক মালিক সমিতির সড়ক অবরোধ
-
Reporter Name
- Update Time : ০৬:০০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- ৩৭ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ