মধুখালী (ফরিদপুর) সংবাদদাতাঃ
ফরিদপুরের মধুখালীতে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী এবং বিজ্ঞান ফোরাম মধুখালী আয়োজিত এআই-সম্পর্কিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের মধুবন মার্কেটের তৃতীয় তলায় আবুল হোসেন মিয়া ট্রাস্টি ও বিজ্ঞান ফোরাম মধুখালী যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল হোসেন মিয়া ট্রাস্টি ও বিজ্ঞান ফোরাম মধুখালীর সভাপতি আবু সাঈদ মিয়া এবং সঞ্চালনা করেন মাহিদা পারভীন ডলি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রাসেল।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইরফানুর রহমান, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান, বিজ্ঞান ফোরাম মধুখালীর সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৮ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং কারিগরি ভোকেশনাল শাখার ১২ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
এছাড়াও বিজ্ঞান ফোরাম আয়োজিত এআই বিষয়ক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রায় ২০০ শিক্ষার্থী, তাদের অভিভাবক, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান এবং সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।