মধুখালী(ফরিদপুর)সংবাদদাতাঃ
সোমবার রাত সাড়ে সাতটায় ফরিদপুরের মধুখালীতে জাতীয়তাবাদী যুবদল ও কৃষক দলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে ঢাকা খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি ঢাকা খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে মধুখালী রেলগেট এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মধুখালী উপজেলা আহবায়ক এস এম মুক্তার হোসেনের সভাপতিতে ও সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বাবলু কুমার রায়, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আব্দুল আলিম মানিক, কনক হাসান মাসুদসহ প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা অবিলম্বে শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের মুক্তি দাবি করে হুঁশিয়ার উচ্চারণ করেন অনতি বিলম্বে যদি বাবুল ভাইকে মুক্তি দিয়া না হয় তাহলে আমরা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।
Reporter Name 












