শেখ সালমান আহমেদ :
“জুলাই পূর্ণজাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান” ফরিদপুরের মধুখালীতে অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা হলরুমে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, মধুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রাকিব হোসেন চৌধুরী ইরান, বিএনপির সম্মেলন প্রস্তুুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী, সদস্য সচিব বাবলু কুমার রায়, সদস্য আব্দুল আলিম মানিক, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আলিমুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ওমর ফারুক, সদস্য সচিব মো. সাদ্দাম আরেফিন এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. রেদোয়ান আবেদিন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং ‘জুলাই আন্দোলন’-এর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সভাপতি উপস্থিত সকলের “জুলাই জাগরণ” শপথ বাক্য পাঠ করেন, যা সমাজ পরিবর্তনে সম্মিলিত অঙ্গীকারের প্রকাশ ঘটায়।
এই অনন্য আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
ব্রেকিং নিউজ :
মধুখালীতে “জুলাই পূনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান”
-
Reporter Name
- Update Time : ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- ২৬৯ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ