নিখোঁজ শিশু ইয়াসিন বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালুরচরের ছাহামত আলীর ছেলে।
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
সে তার মায়ের সঙ্গে নদীর তীরবর্তী স্থানে বেগুন খেতে কাজ করতে গিয়েছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মায়ের অগোচরেই পার্শ্ববর্তী জিঞ্জিরাম নদীতে পড়ে যায় ইয়াসিন। তারপর জামালপুর জেলার ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ৫ সদস্য খোঁজা শুরু করেন।
ফায়ার সার্ভিস দেওয়ানগঞ্জ স্টেশন অফিসার কামরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ইয়াসিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
সেই শিশু ঠিক কোন জায়গায় ডুবে ছিল, পরিবার সেটি নিশ্চিত করতে পারেনি তাই খুঁজতে সময় লাগছে।