ফরিদপুর ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘টিকা কোনো আতঙ্ক নয়, সচেতন হতে হবে’— টাইফয়েড কর্মসূচির উদ্বোধনে মধুখালী ইউএনও’র আহ্বান লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিতের দাবিতে মধুখালীতে সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় ডিজিটাল মন্দির নির্মাণ করা হবে — খন্দকার নাসিরুল ইসলাম মধুখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্প–২০২৫ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত কোমরপুর বকুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত মধুখালীতে সরকারি জায়গা দখল করে ঘর নির্মান মধুখালীতে ইটের সলিং উঠে দেড় কিঃমিঃ সড়কের বেহাল দশা মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত মধুখালীতে জেলেদের মাঝে ভি.জি.এফ. চাল বিতরন মধুখালীতে নিউ জননী স্পেশালাইজ্ড হসপিটাল শুভ উদ্বোধন

‘ভারতকে ভয় পাওয়ার কিছু নেই’

  • Reporter Name
  • Update Time : ১০:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ৫৯৪ Time View
ক্রীড়া প্রতিবেদক :

মেয়েদের সাফের পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। গতবার তাদের পেছনে ফেলে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০২২ সালের আসরে ভারতকে ৩-০ গোলে হারিয়েছিলেন সাবিনা খাতুনরা। এবারও গ্রুপ পর্বে সেই ভারতের বিপক্ষে আগামীকাল মাঠে নামবেন মেয়েরা।তবে এবার ভারত আরো শক্তিশালী হয়ে এসেছে। প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়ে নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে। তাই বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে তাদের ভয় পাওয়ার কিছু নেই-এমনটাই বলছেন দলের মিডফিল্ডার মুনকি আক্তার।মুনকি, সাগরিকাদের মতো নতুন যারা এসেছেন তাদেরও প্রস্তুত থাকতে হচ্ছে। কখন কোচ নামিয়ে দেন সে জন্য। প্রতিপক্ষ ভারত বলেই বাড়তি চাপ কাজ করছে কি না, প্রশ্নের জবাবে মুনকি বলেন, ‘চাপ কাজ করবে কেন? আপুরা খেলে আসছে (ভারতের বিপক্ষে), আমরা অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন হয়েছি, আপুরা আমাদের বলেছে, কোনো চাপ নেওয়ার দরকার নেই, ভারত আহামরি দল নয়, আমরা যদি নিজেদের স্বাভাবিক খেলাটা খেলি, ইনশাল্লাহ আমরা বের হয়ে যাব। ভয়ের কিছু নেই।

ভারতের বিপক্ষে কয়েকজন সিনিয়র খেলোয়াড়দের শুরুর একাদশে দেখা যেতে পারে। আজ কাঠমান্ডুর আর্মি হেডকোয়ার্টারে অনুশীলনে তেমন আভাসই পাওয়া গেছে। কোচ পিটার বাটলার শিষ্যদের ভালো করার উপায়ও বাতলে দিয়েছেন। এ নিয়ে মুনকি বলেন, ‘কোচ বলেছেন, আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে, অনুশীলনে যা করিয়েছে, সেভাবেই খেলব আর পাকিস্তানের বিপক্ষে যে দলটা খেলিয়েছে, সেখানে কয়েকজন বদল হবে, সিনিয়র আপুরা আছে।

কোচ বলছেন যে তোমাদের খেলাটা খেলবে, নির্ভার থেকে খেলবে, গোল পেয়ে যাবে।

আমরা এসেছিই ট্রফি জয়ের জন্য। বাংলাদেশের জন্য খেলতে এসেছি। জয়ের জন্যই এসেছি, (ভারতের বিপক্ষে) জয়ের জন্যেই মাঠে নামব। আমরা হারতে চাই না। জিততে চাই।’

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

‘টিকা কোনো আতঙ্ক নয়, সচেতন হতে হবে’— টাইফয়েড কর্মসূচির উদ্বোধনে মধুখালী ইউএনও’র আহ্বান

‘ভারতকে ভয় পাওয়ার কিছু নেই’

Update Time : ১০:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
ক্রীড়া প্রতিবেদক :

মেয়েদের সাফের পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। গতবার তাদের পেছনে ফেলে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০২২ সালের আসরে ভারতকে ৩-০ গোলে হারিয়েছিলেন সাবিনা খাতুনরা। এবারও গ্রুপ পর্বে সেই ভারতের বিপক্ষে আগামীকাল মাঠে নামবেন মেয়েরা।তবে এবার ভারত আরো শক্তিশালী হয়ে এসেছে। প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়ে নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে। তাই বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে তাদের ভয় পাওয়ার কিছু নেই-এমনটাই বলছেন দলের মিডফিল্ডার মুনকি আক্তার।মুনকি, সাগরিকাদের মতো নতুন যারা এসেছেন তাদেরও প্রস্তুত থাকতে হচ্ছে। কখন কোচ নামিয়ে দেন সে জন্য। প্রতিপক্ষ ভারত বলেই বাড়তি চাপ কাজ করছে কি না, প্রশ্নের জবাবে মুনকি বলেন, ‘চাপ কাজ করবে কেন? আপুরা খেলে আসছে (ভারতের বিপক্ষে), আমরা অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন হয়েছি, আপুরা আমাদের বলেছে, কোনো চাপ নেওয়ার দরকার নেই, ভারত আহামরি দল নয়, আমরা যদি নিজেদের স্বাভাবিক খেলাটা খেলি, ইনশাল্লাহ আমরা বের হয়ে যাব। ভয়ের কিছু নেই।

ভারতের বিপক্ষে কয়েকজন সিনিয়র খেলোয়াড়দের শুরুর একাদশে দেখা যেতে পারে। আজ কাঠমান্ডুর আর্মি হেডকোয়ার্টারে অনুশীলনে তেমন আভাসই পাওয়া গেছে। কোচ পিটার বাটলার শিষ্যদের ভালো করার উপায়ও বাতলে দিয়েছেন। এ নিয়ে মুনকি বলেন, ‘কোচ বলেছেন, আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে, অনুশীলনে যা করিয়েছে, সেভাবেই খেলব আর পাকিস্তানের বিপক্ষে যে দলটা খেলিয়েছে, সেখানে কয়েকজন বদল হবে, সিনিয়র আপুরা আছে।

কোচ বলছেন যে তোমাদের খেলাটা খেলবে, নির্ভার থেকে খেলবে, গোল পেয়ে যাবে।

আমরা এসেছিই ট্রফি জয়ের জন্য। বাংলাদেশের জন্য খেলতে এসেছি। জয়ের জন্যই এসেছি, (ভারতের বিপক্ষে) জয়ের জন্যেই মাঠে নামব। আমরা হারতে চাই না। জিততে চাই।’