মফিজুর রহমান মুবিন মধুখালী ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় এ কর্মসূচির উদ্বোধন করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আবু রাসেল বলেন, “এই টিকা কোনো আতঙ্ক নয়, বরং সবাইকে সচেতন হতে হবে। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।”
এসময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান, মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোকা রানি বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সুজাতা দাস, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ ওহিদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, মধুখালী উপজেলায় ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়সী মোট ৫৯,৮৪৭ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এই কর্মসূচি ১২ অক্টোবর থেকে শুরু হয়ে টানা ১৮ দিনব্যাপী চলবে।