মোঃ সহিদুল ইসলাম ঃ
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদককে না বলি ফুটবল খেলাকে আকড়ে ধরি “ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হল কোমরপুর বকুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা। ৭ই অক্টোবর ২০২৫ইং মঙ্গলবার বিকাল ৩.০০ ঘটিকার সময় কোমরপুর ইয়াং এ্যাকটিভ ক্লাবের আয়োজনে সালামতপুর খেওয়াঘাট ফুটবল খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন কোমরপুর ইয়াং এ্যাকটিভ ক্লাবের উপদেষ্ঠা মোঃ আকরাম হোসেন মন্ডল । খেলায় কোমরপুর ইয়াং এ্যাকটিভ ক্লাবের ওমর ফারুক, শাহ জালাল সহ অত্র এলাকার শত শত লোক খেলা উপভোগ করেন। উক্ত খেলায় ক্লাবের উপদেষ্ঠা মোঃ আকরাম হোসেন মন্ডল বক্তব্য বলেন আজকের এই সুন্দর ফুটবল খেলায় উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। খেলাধুলা তরুণদের শৃংখলা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। মাদক থেকে যুব সমাজ দুরে থাকে এবং যুব সমাজের মনে শক্তি জোগায় , মন ভালো থাকে । রাজমিস্ত্রী একাদশ বনাম মৎস্যজীবি খেলোয়াড়রা চমৎকার খেলা উপহার দিয়েছে। আশা করি, ভবিষ্যতেও এ ধরনের সুন্দর আয়োজন অব্যাহত রাখবে। রাজমিস্ত্রী একাদশ বনাম মৎস্যজীবি দলের মধ্যে অনুষ্ঠিত খেলায় প্রথম ও দ্বিতীয়ার্ধে ২—২ গোলে ড্র হয়ে প্লানটিতে রাজমিস্ত্রীদলকে পরাজিত করে মৎস্যজীবি দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে । সার্বিক সহযোগীতায় ছিলেন কোমরপুর ইয়াং এ্যাকটিভ ক্লাব । রেফরির দায়িত্বে ছিলেন টুটুল হোসেন নাসির হোসাইন । পরিশেষে খেলাটি কোমরপুর ইয়াং এ্যাকটিভ ক্লাবের ওমর ফারুক, শাহ জালাল, মুকুল সহ অত্র এলাকার শত শত দর্শকরা সুন্দর পরিবেশের মাধ্যমে খেলা উপভোগ করেন এবং কোন প্রকার বিশৃংখলা সৃস্টি হয় নাই । সুন্দরভাবে খেলাটি শেষ হয় ।
ব্রেকিং নিউজ :
কোমরপুর বকুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত
-
মো. সহিদুল ইসলাম
- Update Time : ০৮:৪৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- ৮২ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ